কালো যাদু কি? কালো জাদুর লক্ষণ কি কি?

এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা নিজের ক্ষতিসহ অন্যের ক্ষতি করাকে নিজের পেশা বানিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কালো জাদুকর।কালো জাদুকররা কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করে থাকে। আজ আমরা রুকইয়াহ সেবা এর আর্টিকেলে কালুযাদু এবং কালো জাদুর লক্ষন সর্ম্পকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ।

কালো যাদু কি?

কালো যাদু যেটিকে আরবি এবং ফারসি ভাষায় “ সিহর” বলা হয় যেটি একটি অপবিত্র এবং অশুভ কার্যকলাপ যা মানুষকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে।

সাধারনত কালো যাদু শয়তান এর সাহাজ্য নিয়ে করে থাকে। শয়তানের চুক্তি অনুযায়ি যাদুকর তার চুক্তি গুলো মানলে শয়তান তাকে যাদু করতে সাহাজ্য করে। এর দরূন যাদুকর কুফরী করে আজীবন এর জন্য জান্নাতকে হারাম করে ফেলে।

কালো যাদু এর প্রভাব সাধারনত দুই ভাগে বিভক্ত যথাঃ শারীরিক ও মানসিক। শারীরিক ভাবে ক্ষতি করে মানুষ কে মৃত্যুর মুখোমুখি করে ফেলে এবং মানসিক বিষন্নতা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করে।

এছাড়াও যাদুকর যাদুর মাধ্যমে রোগ-ব্যাধি সৃষ্টি, স্বামী ও  স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো,পরস্পরের শত্রুতা, সহবাসে অক্ষমতা সৃষ্টি ছাড়াব্যবহৃত হয়। ইসলামে কঠোরভাবে এই কালো যাদু নিষিদ্ধ হওয়া সত্বেও কিছু ব্যাক্তি এই কার্যকলাপ করে থাকে। যার দরূন তারা ব্যক্তি বা পরিবারে অশান্তি, অসুস্থতা এবং বিভিন্ন ধরণের ও বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে।

আমাদের প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ রাকী দ্বারা জিন, জাদু, ও নজরের রোগীর রুকইয়াহ সার্ভিস নিতে  যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01708-732272

কালো জাদুর লক্ষণ কি কি?

কালো যাদুর প্রভাব সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায়। বিভিন্ন ধরনের কালো যাদুর জন্য আলাদা আলাদা লক্ষণ দেখা যায়, তবে কিছু সাধারণ লক্ষণ নিম্নরূপ:

  1. আচরণগত পরিবর্তন
  2. শারীরিক অসুস্থতা:
  3. দুঃস্বপ্ন এবং ঘুমের সমস্যা
  4. মনোযোগের ঘাটতি এবং ভ্রান্তি
  5. ব্যক্তিগত বা পারিবারিক অশান্তি
  6. আত্মবিশ্বাসের অভাব

ইত্যাদি ছাড়াও আরো কিছু কারণ আছে। তবে সাধারনত এই কারণ গুলোই বেশি মানুষ এর মাঝে বেশি দেখা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক উপরের লক্ষন গুলোর বিস্তারিত।

আচরণগত পরিবর্তন

কালো যাদুর প্রভাবে একজনের আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। যে ব্যাক্তিকে কালোযাদু করা হয় তিনি হঠাৎ করে প্রচুর রাগ, আতঙ্ক এবং বিষণ্ণতা অনুভব করে থাকে।

শারীরিক অসুস্থতা 

কোন শারীরিক অসুস্থতা ছাড়াই দীর্ঘস্থায়ী ক্লান্তি, মাথাব্যাথা, পেটব্যাথা ইত্যাদি অনুভব হতে পারে। সাধারনত রুগীরা ডাক্তার এর কাছে চিকিৎসা নিতে গেলে তাতেও কোন ফল পাওয়া যায় না।

দুঃস্বপ্ন এবং ঘুমের সমস্যা

কালো যাদু দ্বারা প্রভাবিত ব্যাক্তিরা প্রায়ই দুঃস্বপ্নে দেখে থাকে। বিশেষত, জ্বিন বা শয়তানের উপস্থিতি অনুভব করা, রাতের ঘুমে সমস্যার সম্মুখীন হওয়া এ লক্ষণগুলির মধ্যে অন্যতম।

মনোযোগের ঘাটতি এবং ভ্রান্তি

ব্যক্তিরা অস্পষ্ট ভাবে কথা বলতে শুরু করে এবং মনে হয় তাদের মনের ওপর কোনো অদৃশ্য চাপ কাজ করছে। মনোযোগের ঘাটতি এবং অব্যক্ত ভ্রান্তি তাদের কাজকর্মে সমস্যা তৈরি করে।

ব্যাক্তিগত বা পারিবারিক অশান্তি

সাধারন লক্ষ্ন এর মধ্যে আরেকটি হলো পরিবারের মধ্যে অস্বাভাবিক অশান্তি সৃষ্টি হওয়া। ছোট ছোট বিষয় নিয়ে ক্রমাগত ঝগড়া বা মনোমালিন্য হয়।

আত্মবিশ্বাসের অভাব

কালো যাদুর প্রভাবে ব্যাক্তি নিজের  আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বেশিরভাগ সময় তিনি হতশাঁয় কাটায়।

এটি তাদের ব্যাক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে বড় প্রফাব ফেলে।

আরো পড়তে ক্লিক করুনঃ

দীর্ঘ দিনের পেটের যাদু নষ্টের আমল

মুখ দোষের পানি পড়ার দোয়া

জিন, কবিরাজ ও মানব শত্রুকে ধ্বংস করার কুরআনিক আমল।

এছাড়া ও আরোও কিছু কালো যাদুর  লক্ষন রয়েছে যেগুলো দ্বারা বুঝা যায় যে ব্যাক্তি কালোজাদুর শিকার হয়েছে। লক্ষণ সমূহ নিম্নরূপঃ 

কালো যাদুর লক্ষণ সমূহঃ

১) স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া ফাসাদ লেগেই থাকা। একে অপরকে সহ্য করতে না পারা। ঝগড়া ফাসাদ একটা সময় বিচ্ছেদে  পৌঁছে যাওয়া।

২) বয়স পেরিয়ে যাওয়ার পরে ও  বিয়ে না হওয়া। বিয়ের সম্বন্ধ আসলেই পাত্র বা পাত্রীর মধ্যে অসস্থি শুরু হওয়া। 

৩) চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়া। 

৪) খাবারের রুচি কমে যাওয়া। 

৪) দিন দিন রোগা ও অসুস্থ হয়ে যাওয়া।

৩) সব সময় মাথা ব্যাথা করা, দীর্ঘদীন ওষুদ খেয়ে ও কোনো ফলাফল না পাওয়া।

৪) বুক ধড়ফড় করা বা বুক ব্যাথা করা।

৫) শরীরের ব্যাথা নাড়া চাড়া করা। অর্থ্যাৎ শরীরের ব্যাথা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া। 

৬) পিরিয়ড নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে হয়ে যাওয়া। 

৭) পিরিয়ড একেবারেই বন্ধ হয়ে যাওয়া।

৮) সন্তান না হওয়া, বা মৃত সন্তান প্রসব করা।

৯) গৃহপালিত পশু হাশ মুরগী গরু ছাগল এবং মাছ ইত্যাদি মারা যাওয়া। গরুর ছাগলের দূধ না হওয়া, বা রোগা হয়ে যাওয়া ইত্যাদি।

১০) সবসময় অলসতা কাজ করা, কাজ কর্ম চাকুরী করতে মন না চাওয়া।

১০) বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়া বা ছাঁটাই হওয়াটাও কালা যাদুর জন্য হতে পারে। অনেক চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না, প্রমোশন হয় না এ সব ক্ষেত্রে।

১১) আমলে অনীহা আসা। নামাজ পড়তে মন চায়না, জিকির আযকার করতে গেলেই অলসতা আসা ইত্যাদি।

কালো যাদু এবং তার প্রভাব ইসলামে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এটি একটি বড় পাপ হিসেবে বলা সত্বেও কিছু ব্যাক্তি এই জঘন্য কাজটি করে থাকে। যারা কালো যাদুর শিকার হন, তাদের জন্য উপযুক্ত চিকিৎসা এবং আধ্যাত্মিক সুরক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের অনুসারীরা যেকোনো ক্ষতি থেকে রক্ষা পেতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং কুরআনের নির্দেশনা অনুসরণ করে থাকেন। 

وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ

অর্থ : ‘তারা যাকেই জাদু বিদ্যা শিখাতো তাকে বলে দিত, তোমরা (জাদু শিখে) কুফুরি করো না, নিশ্চয়ই, আমরা তোমাদের জন্য পরীক্ষা।’ (সুরা বাকারা : ১০২)

আমাদের প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ রাকী দ্বারা জিন, জাদু, ও নজরের রোগীর রুকইয়াহ সার্ভিস নিতে কল করুন এই নাম্বারেঃ 01708-732272

Leave a Comment