আমাদের সম্মানিত অনেক রোগীগন আছেন। যারা প্রবাসে থাকেন, অথবা যাদের ঠিকানা সেই অজপাড়া গায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। যাদের এলাকায় অভিজ্ঞ ভালো কোনো রাকি নেই। যাতায়াত সমস্যার কারনে ঢাকা বা বিভাগীয় শহর গুলোতে আসতে পারছেন না রুকইয়াহ সেবা নেওয়ার জন্য। তাহলেই রুকইয়াহ সেবা প্রতিষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি জিন, যাদু ও নজরের অনলাইন রুকইয়াহ সেবার কার্যক্রম।
অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন যাদু বদনজরের রুকইয়াহ সেবা নিতে কল করুনঃ 01708732272
এখন থেকে যেকেউ দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনলাইন রুকইয়াহ চিকিৎসা সেবা। অভিজ্ঞ রাকী দারা কুরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের প্রতিটি রোগীকে অনলাইন রুকইয়াহ সেবা দিয়ে থাকি। যার দরুন আল্লাহর অশেষ রহমতে রোগী আরোগ্য লাভ করে সুস্থ জীবনে ফিরে আসেন।
আমরা অনলাইন রুকইয়াহ চিকিৎসা কিভাবে দিয়ে থাকি।
প্রবাসীদের ক্ষেত্রে অনলাইন রুকইয়াহ চিকিৎসা:
যারা প্রবাসে থাকেন, তাদের আমরা প্রথমে রুকইয়াহ ডায়াগনোসিস করি। তাদের সমস্যার কথা বিস্তারিত শুনে , সেই অনুযায়ী তাদের কিছু গাইডলাইন দিয়ে থাকি এবং রুকইয়াহ এর অডিও শুনতে বলি। অতপর তাদের সমস্যা ফাইন্ড আউট করার পর, যেকোনো ভিডিও যোগাযোগ মাধ্যম, যেমন ইমো, হোয়াটসএ্যাপ এ ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ করে তাদের জিন যাদু সংক্রান্ত সকল সমস্যা সমাধান করে থাকি। এক্ষেত্রে তাদের রোগের ধরন অনুযায়ী রুকইয়াহ করি এবং সুস্থতা না আসা পর্যন্ত তাদের চিকিৎসা সেবা দিয়ে যাই।
দেশীদের ক্ষেত্রে অনলাইন রুকইয়াহ চিকিৎসা:
প্রতিটি রুকইয়াহ চিকিৎসার দুইটি ধাপ রয়েছে। প্রথম ধাপ রোগীকে ঝাড়ফুঁক করা, এবং দ্বিতীয় ধাপ বিভিন্ন সাপ্লিমেন্ট এর উপর দোয়া পড়ে ঝাড়ফুঁক করে রোগীকে ক্ষেতে ও ব্যবহার করতে দেওয়া। যেমন: পানি, তেল, কালোজিরা ,মধু ইত্যাদি। এই দুইটি ধাপের সংমিশ্রণে যখন একজন রোগীকে রুকইয়াহ চিকিৎসা সেবা দেওয়া হয়। তখন রোগী অতিদ্রুতই সুস্থতা লাভ করেন। উপরোক্ত নিয়ম অনুযায়ী দেশীয় রোগীদের ডায়াগনোসিস করে তাদেরকেও অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ করে থাকি। এবং দ্বিতীয় ধাপ সাপ্লিমেন্ট গুলো ঝাড়ফুক করে তৈরী করে তাদের ঠিকানায় কুরিয়ার করে দেই ও ব্যবহার এর গাইডলাইন দিয়ে দেই। এতেই রোগী খুব দ্রুতই সুস্থতা লাভ করেন।
অনলাইনে রুকইয়াহ সেবা নেওয়ার জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করবেন?
১. সর্ব প্রথম অজু করে নিবেন। পুরুষের শরীর পাক না থাকলে ফরজ গোসল সেরে অজু করে নিবেন। আর মহিলাদের ক্ষেত্রে সেইম, তবে পিরিয়ড জনিত অপবিত্রতা থাকলে শুধু মাত্র অজু করে নিবেন।
২. শরীরে মধ্যে কোনো তাবিজ কবজ থাকলে খুলে ফেলে দিবেন।
৩. চিকিৎসা নেওয়ার সময় পাশে ২ -১ জন পুরুষ অথবা মহিলা রাখবেন। কারন রোগীর মধ্যে জিনের সমস্যা থাকলে রুকিয়া করার সময় রোগীর উপর জিন চলে আসতে পারে। তাই ওই সময় রোগীকে ধরে রাখার মত যেনো আশে পাশে কেউ থাকেন।
৪. একটি মোবাইল স্ট্যান্ডে মোবাইল বসিয়ে ক্যামেরার সামনে বসা। অথবা এমনভাবে মোবাইল টি রাখা যেনো হাত দিয়ে ধরে রাখার প্রয়োজন না পড়ে। কারন একজন রোগীকে রুকইয়াহ সেবা দিতে গেলে রোগীর সমস্যার উপর নির্ভর করে সর্বনিম্ন ৩০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ২-৩ ঘন্টা পর্যন্ত ও সময় লাগতে পারে। তাই এতক্ষন একটানা মোবাইল হাতে ধরে রাখাটা বিরক্তিকর।
৫. মোবাইল ফুল চার্জ কমপ্লিট করে রাখা। কম চার্জের কারনে রুকইয়াহ চিকিৎসা চলাকালীন অবস্থায় যেনো মোবাইল বন্ধ হয়ে না যায়।
৬. এমন স্থান নির্বাচন করা যেখানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। এই নিয়মটি অবশ্যই পালনীয়। এই একটি কারনে বেশিরভাগ সময় আমাদের অনলাইন রুকিয়া চিকিৎসা ব্যহত হয়। তাই অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য এমন জায়গা নির্বাচন করুন যেখানে আপনাদের নেট ব্যবস্থা খুবই ভালো থাকে।
৭. আপনি রুকইয়াহ চিকিৎসা নেওয়ার জন্য যেই স্থানে বসবেন সেই স্থান টা যেনো কোলাহল মুক্ত হয়। আশাপাশে কেউ যেনো চিতকার চেচামেচি না করে। রুকইয়াহ করার জন্য রোগীর একাগ্রতা ও মনোযোগ খুবই জরুরী।
৮. সব শেষে মোটামুটি মানের ভালো ক্যামেরা আছে এমন মোবাইল দিয়ে রাকীকে কল দেওয়া। যেনো অন্তত রাকী ক্যামেরার অপরপাশের ব্যাক্তিদের শরীরের আবয়ব বুজতে পারেন। অনেক সময় রোগীগন নিম্নমানের ক্যামেরার মোবাইল ফোন দিয়ে রাকিকে কল দেন। যার কারনে রুকইয়াহ চলাকালীন সময় রোগীর উপর কি ধরনের প্রভাব পড়তেছে এইটা রাকী বুজতে পারেন না। তাই ফোনের ক্যামেরা ভালো হওয়াটাও জরুরী।
কিছু প্রশ্ন ও তার উত্তর :
প্রশ্ন: অনলাইনে রুকইয়াহ সেবা নিলে কি সুস্থ হওয়া সম্ভব?
উত্তর: জী সম্ভব। আমাদের গাইডলাইন মেনে চললে অবশ্যই সম্ভব। আমাদের অসংখ্য রোগী অনলাইন রুকইয়াহ করে ও আমাদের গাইডলাইন ফলো করে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।
প্রশ্ন : প্রবাসীদের তো সাপ্লিমেন্ট দেওয়া হয়না। এই ক্ষেত্রে কি সুস্থতা সম্ভব?
উত্তর: জী সম্ভব।প্রবাসীদের ক্ষেত্রে আমরা রুকিয়াহ এর উপর সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে থাকি। তাই তাদের পিছনে সময় ও বেশি ব্যয় করে থাকি। যেনো প্রবাসী ভাইয়েরা ও দ্রুত সুস্থতা লাভ করেন।
প্রশ্ন : চিকিৎসা নেওয়ার পর সুস্থতা আসতে কতদিন লাগতে পারে??
উত্তর: এইটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর সমস্যার উপর। রোগীর রোগ কতটা গভীর তার উপর ভিত্তি করেই রোগীর সুস্থতা আসে। কোনো রোগীর এক সেশনেই সুস্থতা চলে আসে। আবার কোনো রোগীর ক্ষেত্রে ২-৩ সেশন বা তার বেশি ও লাগতে পারে। এইটা সম্পূর্ণ রোগীর সমস্যা উপর নির্ভর করে।
প্রশ্ন: আপনারা কি কুরআন সুন্নাহর আলোকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন??
উত্তর : জী আমরা সম্পুর্ন কুরয়ান সুন্নাহর আলোকে চিকিৎসা সেবা দিয়ে থাকি।
অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন যাদু বদনজরের রুকইয়াহ সেবা নিতে কল করুনঃ 01708732272