Best Raqi in Bangladesh – রুকইয়াহ সেবার জন্য সেরা রাকী খুঁজছেন?

রুকইয়াহ শব্দের অর্থ ঝাড়ফুঁক। রুকইয়াহ শারইয়্যাহ হচ্ছে শরীয়ত মোতাবেক কুরআন সুন্নাহর আলোকে বা বৈধ কোনো বাক্য দ্বারা সুস্থতার নিয়তে কাউকে ঝাড়ফুঁক করা। আর যিনি এই ঝাড়ফুঁক করে থাকেন তাকেই রাকি বলা হয়ে থাকে। অর্থ্যাৎ রাকি হচ্ছেন একজন কুরআনিক চিকিৎসক। যার কাজ হচ্ছে মানুষকে জিন, যাদু, নজর ইত্যাদি রোগের জন্য শরিয়ত মোতাবেক চিকিৎসা প্রদান করা। আমাদের Ruqyah Seba – রুকইয়াহ সেবা প্রতিষ্ঠান টি বাংলাদেশের সেরা একটি জিন, যাদু, নজরের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আমরা দেশ সেরা অভিজ্ঞ রাকি দারা চিকিৎসা প্রদান করে থাকি। অভিজ্ঞ ও সেরা রাকির জন্য আমাদের প্রতিষ্ঠান টি সব সময় গ্রাহকদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে।

Why choose us for the Best Raqi in Bangladesh?

১) Ruqyah according to Quran and sunnah / কুরআন সুন্নাহর ঝাড়ফুঁক
রুকইয়াহ সেবা প্রতিষ্ঠানের রাকিগন সম্পূর্ণ কুরআন সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক করে থাকেন। এই ক্ষেত্রে কোনো কুফরী তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া হয়না। রাসূল (সা:) এর দেখানো পদ্ধতিতে সুন্নাহ সম্মত ঝাড়ফুঁক করা হয়ে থাকে। যা রাকী এবং রোগী দুইজনের জন্যই উপকারীতা বয়ে আনে।

২) Experienced / অভিজ্ঞ
সম্মানিত রোগীদেরকে বেস্ট রুকইয়াহ সার্ভিস প্রদান করার জন্য আমাদের প্রতিষ্ঠান টি সব সময় দায়ীত্বশীল ও অভিজ্ঞ রাকী নির্বাচন করে থাকে। আমাদের প্রতিষ্ঠানে ৩ বছরের নিম্নে অভিজ্ঞ কোনো রাকী নির্বাচন করা হয়না। এছাড়া ও আমরা আমাদের সম্মানিত রাকীদের, আমাদের তত্ত্বাবধানে রেখে প্রতিনিয়ত ট্রেইন আপ করি, যেনো আমাদের সম্মানিত ক্লায়েন্ট দের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারে।

৩) Patient / ধৈর্য্য
জিন, যাদুর চিকিৎসা জগতে রাকীদের সবচেয়ে বড় গুন হচ্ছে ধৈর্য্য । এই সেক্টরে ধৈর্য্য ছাড়া জিন যাদুর রোগীদের চিকিৎসা করা খুবই ক্রিটিক্যাল। জিন যাদুর রোগী অনেক সময় প্রচুর পাগলামী, ও অস্বাভাবিক আচরণ করে থাকেন। যেমনঃ অকথ্য ভাষায় গালাগালি, ভাংচুর, গায়ে হাত তোলা থেকে শুরু উদ্ভট অনেক পাগলামী করে থাকেন। এই সকল কিছু একজন রাকীকে ধৈর্যের সহিত রোগীর পরিপূর্ণ সুস্থতা না আসা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যেতে হয়। যেই গুনটি আমাদের প্রতিটি রাকীর মধ্যেই বিদ্যমান।

৪) Responsible / দায়ীত্বশীল 
আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত রাকিগন রোগীদের প্রতি অনেক দায়ীত্বশীল হয়ে থাকেন। এবং এই সম্বন্ধে আমাদের প্রতিষ্ঠান থেকেই রাকীদের সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়। চিকিৎসার ক্ষেত্রে যেনো অবহেলা না হয়ে থাকে। প্রতিটি রোগীকেই নিজদের পরিবারের সদস্য মনে করে সুস্থতা না আসা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যেতে হবে।

৫) low cost / সল্প খরচ
রুকইয়াহ সেবা প্রতিষ্ঠানে জিন, যাদুর, রোগের ধরনের উপর ভিত্তি করে রোগীকে এককালীন হাদিয়া চার্জ করা হয়। এবং এই এককালীন হাদিয়ার উপর ভিত্তি করেই রোগীর সম্পূর্ণ সুস্থতা না আসা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যায়। অনেক সময় রোগীর সমস্যা বেশি ক্রিটিক্যাল হলে একজন রোগীকেই অনেকবার দেখার প্রয়োজন পড়ে। প্রথমবার হাদিয়া নেওয়ার পর রোগীকে পরবর্তী যতবারই দেখার প্রয়োজন পড়ে অতিরিক্ত চার্জ করা হয়না। যা বেশিরভাগ রাকীরাই করে থাকেন। এই দিক থেকে আমাদের প্রতিষ্ঠানটি ব্যতিক্রম। রুকইয়াহ সেবা প্রতিষ্ঠান থেকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন আপনারা।

সর্বোপরি, আমরা একজন পেশেন্টের সমস্যার সকল বর্ণনা শুনে, তার উপর ভিত্তি করে আমাদের প্রতিষ্ঠান থেকে সে অনুযায়ী অভিজ্ঞ ও সেরা রাকী নির্বাচন করে থাকি। যা রোগীর সুস্থতা লাভে সফলতা বয়ে আনে। তাই অভিজ্ঞ ও সেরা রাকী দিয়ে জিন যাদুর চিকিৎসা করতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে: 01708-732272

Leave a Comment