মানব শরীরে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ
১. শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে না ওঠা। এ ধরনের অন্য কোনো অসুখ থাকা, কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া।
২. একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকা। একটা অসুখ ভালো হতে না হতেই আরেকটা শুরু হওয়া। (যেমন : অনেকের প্রায়শই পেটের সমস্যা হয়।)
৩. সাধারণ রোগ-ব্যাধি (সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি) দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া, ওষুধ কাজ না করা।
অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন যাদু বদনজরের রুকইয়াহ সেবা নিতে কল করুনঃ 01708732272
৪. পড়াশোনা বা কাজে মন না বসা। নামাজ-যিকিরে আগ্রহ হারিয়ে ফেলা। কিছুতেই মনোযোগ দিতে না পারা।
৫. প্রায়শই শরীর দুর্বল থাকা। সর্বদা বমি বমি ভাব লাগা ।
৬. সব সময় ঘুমঘুম ভাব, সারা দিন হাই ওঠা।
৭. চেহারা মলিন, ফ্যাকাসে বা হলুদ হয়ে যাওয়া। চেহারায় লাল ছোপ-ছোপ দাগ হয়ে থাকা।
৮. ক্ষুধামন্দা, খাবারে রুচি না পাওয়া।
৯. অহেতুক মেজাজ বিগড়ে থাকা।
১০. বুক ধড়ফড় করা, দম বন্ধ বা অস্বস্তি লাগা।
১১. কাঁধ ভারী হয়ে থাকা। অহেতুক মাথা ঝিম ধরে থাকা।
১২. পেটে প্রচুর গ্যাস হওয়া। ওষুধ খেয়ে তেমন ফায়দা না হওয়া।
১৩. অতিরিক্ত চুল পড়া। এজন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন ফায়দা না হওয়া।
১৪. হাত-পায়ে মাঝেমধ্যেই ব্যথা করা। কিংবা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো। ১৫. শরীরের বিভিন্ন জায়গার গোশতে গুটলির মতো অনুভব করা।
১৬. কোনো কারণ ছাড়াই কান্না আসা।
১৭. আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা।
১৮. ব্যাবসা, চাকুরি, আয়-রোজগার—এগুলোতে ঝামেলা লেগে থাকা। কোনোভাবেই উন্নতি না হওয়া।
১৯. যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে, সেটা করতে গেলেই ঝামেলা বাঁধা, কিংবা অসুস্থ হয়ে যাওয়া।
২০. স্বপ্নে উঁচু বিল্ডিংয়ের ছাদ কিংবা পাহাড় থেকে পড়ে যেতে দেখা।
২১. স্বপ্নের মাঝে কাউকে বিশেষভাবে তাকিয়ে থাকতে দেখা। স্বপ্নে মৃত মানুষদেরকে দেখা, অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা।
কয়েকটি লক্ষণীয় বিষয়
১. এই লক্ষণগুলোর মাঝে সবগুলোই মিলতে হবে—এমন না। যদি অল্প কয়েকটা মেলে, তবে কম; আর যদি অনেকগুলো মিলে যায়, তাহলে বুঝে নিতে হবে যে, নজরের সমস্যা অনেক বেশি আছে। আর স্বপ্নের বিষয়গুলো যদি মাঝেমধ্যেই দেখা যায়, তাহলে বদনজরের সমস্যা আছে বলে ধরে নেয়া যাবে। অন্যথায় আউযুবিল্লাহ পড়ুন এবং এটা নিয়ে চিন্তা করা বাদ দিন।
২. উল্লিখিত বিষয়গুলো এমন না যে, শুধু বদনজরের কারণেই এসব হয়। অন্য কারণেও হতে পারে। যেমন, এর কয়েকটা ‘জিন-আক্রান্ত হওয়ার লক্ষণ‘-এর মাঝেও পাওয়া যাবে। এ ক্ষেত্রে রোগীর অবস্থা বা অন্যান্য সমস্যা মিলিয়ে বুঝতে হবে সমস্যা কোথায়।
অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন যাদু বদনজরের রুকইয়াহ সেবা নিতে কল করুনঃ 01708732272
৩. বদনজরের সমস্যা অনেকের ক্ষেত্রে বিপদ দূর হওয়ার সাথে সাথেই চলে যায়, অনেকের ক্ষেত্রে একের পর এক বিপদ আসতেই থাকে। এজন্য সমস্যা বুঝতে পারলে অবহেলা করা উচিত না। আবার ঘাবড়ানোও উচিত না। লাগাতার কিছুদিন বদনজরের রুকইয়াহ করলেই সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ। আর বদনজরের সমস্যা সাধারণত লক্ষণ শুনেই বোঝা যায়; এরপরও নিশ্চিত হওয়ার জন্য চাইলে রুকইয়াহ করে দেখতে পারেন।
৪. অনেকের একটুতেই নজর লাগে, খুব ঘনঘন বদনজরে আক্রান্ত হয়। তারা নিয়মমাফিক বদনজরের রুকইয়াহ করে সুস্থ হওয়ার পর একই নিয়মে আরও কিছুদিন ‘দ্রুত নজর লেগে যাওয়ার সমস্যা’ থেকে আরোগ্যের নিয়তে রুকইয়াহ করবেন।