কালো জাদু সাপ্লিমেন্ট

কালো জাদু এমন একধরনের ভয়ংকর বিদ্যা বা চর্চা যা শুধুমাত্র মানুষের ক্ষতি সাধনের জন্যই করা হয়ে থাকে। এটি বিভিন্ন কুফরি তন্ত্রমন্ত্র ও জিন এর সাহায্য নিয়ে করা হয়ে থাকে। এর মাধ্যমে মানুষের মানসিক, আর্থিক, ও সামাজিক ক্ষতি সাধন করে থাকে। যেমন: শারিরীক, অর্থনৈতিক, সামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ সহ নানা ধরনের ক্ষতি করে থাকে। কালো যাদুর প্রভাব একবার যাদের উপরে পড়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। একমাত্র কুরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসাই এর থেক উত্তোলন করতে পারে। কালো যাদুর রুকইয়াহ চিকিৎসার পাশাপাশি আমরা রাকিগন রোগীদের বিভিন্ন ধরনের কালো জাদুর সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দিয়ে থাকি খাওয়া ও ব্যবহারের জন্য। নিম্নে সেইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

কালো জাদু সাপ্লিমেন্ট

আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগেই আমরা দেখে নেই, কিভাবে একজন মানুষ বুজতে পারবে বা কি কি লক্ষ্মণ গুলো তার মধ্যে বিদ্যমান থাকলে ধরে নিবে সে কালোযাদুতে আক্রান্ত।

অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন, যাদু, নজরের রুকইয়াহ সার্ভিস নিতে যোগাযোগ করুন : 01708-732272

কালো যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ সমূহ:

১। চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।

২। কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।

৩। ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।


৪। (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।


৫। প্রায়সময় পেট ব্যথা থাকা।

৬। দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।

৭। তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।


৮। হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।


৯। পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।


১০। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।


১১। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।


১২। শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।


১৩। ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।


১৪। স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।


১৫। স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।


১৬। স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।


১৭। স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।


১৮। স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।

বিচ্ছেদের যাদুর লক্ষণঃ

স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটনার জন্য যখন যাদু করা হয় তখন তাদের মাঝে নিম্নে উল্লেখিত সমস্যা বা লক্ষণ দেখা যায়।
.
১। সামান্য বিষয় নিয়েই উভয়ের মধ্যে ব্যপক মতানৈক্য ও ঝগড়া-বিবাদ সৃষ্টি হওয়া। যদিও অন্যদের সাথে এরকম হয় না।

২। একজনের নিকট অপরজনের সকল কাজ-কর্মই অপছন্দ হওয়া।


৩। হঠাৎ ভালবাসা থেকে শত্রুতায় পরিবর্তিত হওয়া।


৪। পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।


৫। উভয়ের মাঝে প্রচন্ড সন্দেহের সৃষ্টি হওয়া।


৬। স্বামী-স্ত্রীর মধ্যে একজনের চেহারা অপরজনের চোখে বদলে যাওয়া, খারাপ লাগা।


৭। একে অপরের ব্যবহৃত জিনিস ও বসার জায়গা অপছন্দ করা।


৮। একে অপরের উপস্থিতি সহ্য করতে না পারা। সবসময় ভাল থাকে কিন্তু সঙ্গীর নিকট আসলেই গোলমাল শুরু। ইত্যাদি।


৯। সহবাসে আগ্রহ না থাকা।

কালো জাদু সাপ্লিমেন্টঃ

কালো যাদু সাপ্লিমেন্ট বলতে বুজায়, আমরা একজন রোগীকে রুকইয়াহ চিকিৎসার পাশাপাশি কতিপয় সাপ্লিমেন্ট দিয়ে থাকি খাওয়া ও ব্যবহার এর জন্য। যা রুকইয়াহ চিকিৎসার প্রথম স্টেপ ঝাড়ফুঁক এর পর দ্বিতীয় স্টেপ এর প্রধান ভুমিকা পালন করে। এবং শরীরের ভিতরের সকল যাদুর শক্তিকে নষ্ট করে দেয়। এই জন্য রুকইয়াহ চিকিৎসার পাশাপাশি কালো যাদুর সাপ্লিমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে কালো যাদুর সাপ্লিমেন্ট এর লিস্ট দেওয়া হলো।

কালো জাদু সাপ্লিমেন্ট লিস্ট:

১) জমজম, বৃষ্টি, মসজিদ অথবা সাধারণ পানি।

২) সরিষার তৈল অথবা জয়তুনের তৈল।


৩) কালোজিরা


৪) খেজুর


৫) মধু


৬) বরই পাতার গোসল।

৬ নাম্বার পদ্ধতি বরই পাতার গোসল, এই নিয়ম টি একটু ভিন্ন ধরনের। এই নিয়ে আমাদের একটি বিস্তারিত আর্টিকেল লিখা আছে। আর্টিকেলটি পড়তে এই লিংকে ক্লিক করুন। যাদু নষ্টে বরই পাতার গোসল

বাকি যে কালো জাদুর সাপ্লিমেন্ট গুলো, যেমন: পানি, তেল, কালোজিরা, খেজুর, মধু। এই সাপ্লিমেন্ট গুলো প্রতিটি রুগীকে রুকইয়াহ সেবা দেওয়ার পর আমরা কুরআন ও হাদিসে বর্ণিত যাদু সংক্রান্ত আয়াত ও দোয়া দিয়ে সেইগুলা ঝাড়ফুঁক করে তৈরি করে নির্দিষ্ট একটি গাইডলাইন দিয়ে রোগীকে ব্যবহার করতে বলি। হাদিস ও কুরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা সাপ্লিমেন্ট গুলো ব্যবহারের ফলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করেন। এই জন্যই রুকইয়াহ ঝাড়ফুঁক এর পাশাপাশি কালো জাদু ধ্বংসের সাপ্লিমেন্ট গুলো অনেক গুরুত্ব বহন করে।

মহান আল্লাহ তায়ালা আমাদের এই সকল কালোযাদু ও বদ জীনের ক্ষতি থেকে রক্ষা করুক। আমীন।

Leave a Comment